এক্সিডেন্ট / অসুস্থ রোগী দ্রুত ভর্তির জন্য আমাদের রয়েছে স্পেশাল টিম, যারা সঠিক তথ্যাবলী সংগ্রহ করে দ্রুত রোগী ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে থাকেন।
রোগীদের সঠিক সেবা দানের লক্ষ্যে আমাদের রয়েছে অভিজ্ঞ, প্রশিক্ষিত এবং ডিপ্লোমা নার্স।
আমাদের সকল স্তরের রোগীর উপযোগী বিভিন্ন মানের বেড/কেবিন এর ব্যবস্থা রয়েছে। যেমনঃ এসি কেবিন, নন-এসি কেবিন, নরমাল কেবিন, সেমি কেবিন এবং সাধারণ ওয়ার্ড।