আমাদের রয়েছে স্তন ক্যান্সার নির্ণয়ের সর্বাধুনিক জাপানি প্রযুক্তির উন্নত মানের মেমোগ্রাফী মেশিন। যেখানে নিখুঁতভাবে স্তনের সব ধরনের রোগ নির্ণয় করা সম্ভব
যে কোন মহিলা স্তন ক্যান্সারে অক্রান্ত হতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে। মহিলাদের সেসব ক্যান্সার হয় সেসবের মধ্যে স্তন ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি। প্রাথমিক পর্যায়ে যথাযথ রোগ নির্ণয় ও যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত চিকিৎসায় স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা প্রায় ১০০ভাগ। আবার চিকিৎসা না করালে মৃত্যুর ঝুকিও ১০০ভাগ।
স্তনের অতি ক্ষুদ্র পরিবর্তনগুলো মেমোগ্রাফীতে ধরা পড়ে। তাই অতি সহজেই এর সাহায্যে ক্যান্সার নির্ণয় করা যায়। মেমোগ্রাফী হচ্চে বিশেষ যন্ত্রের সাহায্যে স্বল্প বিকিরণের মাধ্যমে স্তনের এক্স-রে পরীক্ষা যা সাধারণ এক্স-রে মেশিন হতে ভিন্ন ধরনের। বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত মহিলা টেকনিশিয়ানের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে স্Íনের ছবি তোলা হয়। বিশেষজ্ঞ রেডিওলজিষ্ট মেমোগ্রাফ পরীক্ষা করে স্তনের কোন জায়গায় সন্দেহজনক কিছু আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন এবং যথাযথ পরামর্শ প্রদান করেন।