বোন মিনারেল ডেনসিটি পরীক্ষা একটি বিশেষ ধরনের স্বল্প মাত্রার এক্স-রে পরীক্ষা যেখানে কোন শারীরিক ক্ষতির সম্ভাবনা ছাড়াই হাঁড়ের ঘনত্ব, শক্তিমত্তা ও সক্ষমতা নির্ণয় করা হয়
আপনার হাঁড় কতটুকু শক্ত এবং কতটুকু ভাংগার সম্ভাবনা আছে, তা নির্ণয় করার জন্য।
আপনার হাঁড়ের যেকোন ধরনের সার্জিকেল চিকিৎসার পূর্বে হাঁড়ের সক্ষমতা নির্ণয় করার জন্য।
আপনার দৈনন্দিন খাবারে বিভিন্ন উপাদানের মাত্রা নির্ধারন, বিভিন্ন ঔষধের মাত্রা নির্ধারণ এবং বিভিন্ন শারীরিক ব্যায়ামের মাত্রা নির্ধারনের জন্য।
বয়স ও পেশার কারণে আপনার হাঁড় কতটুকু ক্ষতিগ্রস্থ তথা ক্ষয়প্রাপ্ত হয়েছে তা নির্ণয় করার জন্য।
ফ্রান্সের বিশ্ববিখ্যাত APELEM DMS - এর তৈরী আত্যাধুনিক BMD (BONE MINERAL DENSITY) মেশিন দ্বারা আমরা বোন মিনারেল ডেনসিটি পরীক্ষা করে থাকি।