এন্ডোসস্কপি এবং কোলনস্কোপি পরীক্ষা যা অপারেশণ ব্যাতিত ক্যামেরা যুক্ত একটি হালকা নমনীয় নল দ্বারা সম্পন্ন হয়। যার মাধ্যমে আপনার ডাক্তার অভ্যন্তরিন (পরিপাক নালী, বৃহৎ অন্ত্র এবং মলদ্বারের) ছবি গুলো একটি রঙিন টিভি মনিটরে দেখতে পান।
* বমি অথবা বমির সাথে রক্ত গেলে
* পেট ব্যাথা হলে
* খাবার গিলতে অসুবিধা অথবা ব্যাথা হলে
* বুক ও পেট জ্বালা করলে
* খাবার অরুচি হলে।
* পেট ব্যাথা
* পায়খানার সাথে বিকার বা রক্ত গেলে
* পায়খানা শক্ত অথবা পাতলা হলে
* পেটে চাকা অনুভূত হলে
* পেট ফুলে গেলে।