• Branch 1:  Hospital Road, Maijdee, Noakhali    Branch 2:  (Inaugurated-1st January 2021) Chowmuhani Chowrasta, Begumganj, Noakhali
  • Maijdee:09617080808 Unit -2:09617090909 PDCL:09617070707

কিডনী ডায়ালাইসিস সেন্টার


https://primehospitalltd.com/public/কিডনী ডায়ালাইসিস সেন্টার

কিডনী(Kidney) চিকিৎসায় আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি নিয়ে সুসজ্জিত - "প্রাইম হাসপাতাল কিডনী ডায়ালাইসিস সেন্টার"। ডায়ালাইসিস কী? ডায়ালাইসিস হচ্ছে কৃত্রিম উপায়ে যন্ত্রের সাহায্যে রক্ত পরিশোধন বা রক্ত বিশুদ্ধ করার একটি কার্যকর চিকিৎসা প্রক্রিয়া। কিডনী (kidney) সার্বক্ষণিকভাবে শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের সুস্থ রাখে। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনী রোগীদের কিডনির কার্যকারিতা অনেকটা কমে গেলে বা তা নষ্ট হয়ে গেলে কিডনী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডায়ালাইসিসের কার্যক্রম শুরু করা হয়।