বোন মিনারেল ডেনসিটি পরীক্ষা একটি বিশেষ ধরনের স্বল্প মাত্রার এক্স-রে পরীক্ষা যেখানে কোন শারীরিক ক্ষতির সম্ভাবনা ছাড়াই হাঁড়ের ঘনত্ব, শক্তিমত্তা ও সক্ষমতা নির্ণয় করা হয়
Description
বোন মিনারেল ডেনসিটি পরীক্ষা কেন করা হয়ঃ
- আপনার হাঁড় কতটুকু শক্ত এবং কতটুকু ভাংগার সম্ভাবনা আছে, তা নির্ণয় করার জন্য।
- আপনার হাঁড়ের যেকোন ধরনের সার্জিকেল চিকিৎসার পূর্বে হাঁড়ের সক্ষমতা নির্ণয় করার জন্য।
- আপনার দৈনন্দিন খাবারে বিভিন্ন উপাদানের মাত্রা নির্ধারন, বিভিন্ন ঔষধের মাত্রা নির্ধারণ এবং বিভিন্ন শারীরিক ব্যায়ামের মাত্রা নির্ধারনের জন্য।
- বয়স ও পেশার কারণে আপনার হাঁড় কতটুকু ক্ষতিগ্রস্থ তথা ক্ষয়প্রাপ্ত হয়েছে তা নির্ণয় করার জন্য।
ফ্রান্সের বিশ্ববিখ্যাত APELEM DMS - এর তৈরী আত্যাধুনিক BMD (BONE MINERAL DENSITY) মেশিন দ্বারা আমরা বোন মিনারেল ডেনসিটি পরীক্ষা করে থাকি।